home-slider,  performances,  puja

Shruti Natok – ‘Ekaler Kapalkundala’ (একালের কপালকুণ্ডলা) by Banani Mukhopadhyay

When it comes to entertainment, plays or ‘Natok’ have always been close to the hearts of Bharatians. This Durga Puja, while time was short for a full-blown production, Jayant Chakraborty (জয়ন্ত চক্রবর্তী) and Kakoli Majumder (কাকলী মজুমদার) had a brilliant idea! They performed a ‘Shruti Natok’ – a unique form of theatrical storytelling, packing humor and drama in every note and word. Ekaler Kapalkundala (একালের কপালকুণ্ডলা) by Banani Mukhopadhyay (বনানী মুখোপাধ্যায়) had the audience in splits, thanks to Jayanta and Kakoli’s rib-tickling rendition! Get ready for a rollercoaster of emotions with this hilarious performance. It was performed on 23rd October, on the eve of Nabami (Bharati Durga Puja 2023) at the India-Thai Chamber of Commerce.

ভারতীর মঞ্চে নাটকের চিরকালই একটা বিশেষ জায়গা আছে । বেশ কয়েক বছর নানা কারণে পুজোর সময় নাটক করা হয়ে ওঠেনি । এই বছরও একটি পূর্ণাঙ্গ নাটক করার মতো সময় ছিল না । তবে সেই খামতি পূরণ করতে জয়ন্ত আর কাকলি হঠাৎই ঠিক করে ফেললো একটা ছোট্ট শ্রূতি নাটক পরিবেশন করবে । বনানী মুখোপাধ্যায়ের ‘একালের কপালকুণ্ডলা’ একটি অম্লমধুর দাম্পত্য কলহ পরিপূর্ণ কৌতুক নাটক যা দর্শকদের মধ্যে একরাশ হাসির সৃষ্টি করলো 

কেমন লাগলো অবশ্যই Comments করে জানাবেন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *